এবার গ্রেপ্তার সাবেক সিইসি হাবিবুল আউয়াল
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ণ

16px
এবার দ্বাদশ সংসদ নির্বাচনে ইসির নেতৃত্ব দেওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করে। ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদাকে গ্রেপ্তারের তিনদিনের মাথায় গ্রেপ্তার হলেন হাবিবুল আওয়াল। জানা গেছে, ‘জনগণের ভোট ছাড়া’ নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির মামলায় তিনিও আসামি।