9 July 2025, 07:03:52 PM, অনলাইন সংস্করণ

জুলাই সনদ নিয়ে ১৭ জুন রাজনৈতিক দলের সঙ্গে বসছে কমিশন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৬:২৬ অপরাহ্ণ

জুলাই সনদ নিয়ে ১৭ জুন রাজনৈতিক দলের সঙ্গে বসছে কমিশন
16px

আলোচিত জুলাই সনদ ঘোষণার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এ আলোচনাটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ জুন, ফরেন সার্ভিস একাডেমিতে।

এটি কমিশনের দ্বিতীয় অধিবেশনের শেষ বৈঠক বলে জানা গেছে। সূত্র জানিয়েছে, এ বৈঠকে আলোচিত ‘জুলাই ঐক্য ঘোষণাপত্র’ নিয়ে চূড়ান্ত আলোচনা হবে। আলোচনায় রাজনৈতিক দলগুলো কোন বিষয়ে একমত, কোন বিষয়ে একমত না বা আংশিক একমত—তা চূড়ান্ত করা হবে। এরপর রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে চূড়ান্ত ঘোষণাপত্র প্রকাশ করা হবে।

এ বিষয়ে কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার গণমাধ্যমকে বলেন, ‘ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে জুলাই সনদ বা জাতীয় সনদ নিয়ে আলোচনা হবে। আমাদের কাজ একটা ঐকমত্যে পৌঁছানো।’

তিনি জানান, প্রায় ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে এবং যত দ্রুত সম্ভব আলোচনার প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।

  • সর্বশেষ - জাতীয়