নটিংহ্যামকে হারিয়ে ফাইনালে ম্যানইউ
প্রকাশ :

প্রথম লেগে ৩-০ গোলে জিততে ফাইনালে এক পা দিয়েই রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয় লেগেও সেভাবে কোনো প্রতিদ্বন্দ্বীতা করতে পারেনি নটিংহ্যাম ফরেস্ট। তাই ২-০ গোলের সহজ জয়ে কারাবাও কাপের ফাইনাল নিশ্চিত করে রেড ডেভিলরা।
ওল্ড ট্র্যাফোর্ডে গোলশূন্য প্রথমার্ধের পর ৭৩ তম মিনিটে রেড ডেভিলদের হয়ে গোল করেন অঁতনি মার্সিয়াল। প্রথম মার্কাস রাশফোর্ডের শট নিউক্যাসেল গোলরক্ষক ফিরিয়ে দিলেও মার্সিয়ালের শট আর ঠেকাতে পারেননি। তিন মিনিটের ব্যবধানে আবারও এগিয়ে যায়নি ইউনাইটেড।
ডানপ্রান্ত থেকে ব্রুনো ফের্নান্দেসের ক্রস থেকে ফ্রেডকে পাস দেন রাশফোর্ড। এক গজ বাইরে থেকে বলটি জালে পাঠান ফ্রেড। ২৬ ফেব্রুয়ারি ওয়েম্বলিতে অনুষ্ঠেয় ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউক্যাসেল ইউনাইটেড।