, ২১ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

এগিয়ে থেকেই প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

এগিয়ে থেকেই প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আগামী মঙ্গলবার (২৪ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে সাকিব বাহিনী। ম্যাচটি টাইগারদের জন্য মহাগুরুত্বপূর্ণ। কেননা ইতোমধ্যে নিজেদের চার ম্যাচে জয় মাত্র একটি। সে জয় এসেছে আফগানিস্তানের বিপক্ষে। এরপর টানা তিন হারের মুখ দেখে বাংলাদেশ। সেমির আশা বাঁচিয়ে রাখতে প্রোটিয়াদের বিপক্ষে জেতার বিকল্প নেই টাইগারদের।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাঠে নামার আগে সর্বশেষ মুখোমুখি হওয়া চার ওয়ানডেতে প্রোটিয়াদের বিপক্ষে তিনটিতেই জিতেছে বাংলাদেশ। এমন সমীকরণকে সাথে নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এগিয়ে থেকেই মাঠে নামবে বাংলাদেশ।

২০১৯ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত ৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।  গত বিশ্বকাপ এবং এরপর ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ।

ওভালে বিশ্বকাপ ম্যাচে বাংলাদেশ ২১ রানে হারিয়েছিলো দক্ষিণ আফ্রিকাকে। বিশ্বকাপের ওই ম্যাচের পর গেল বছর দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে ইতিহাস সৃষ্টি করেছিল বাংলাদেশ। অর্থাৎ দুই দলের সর্বশেষ চার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-১ ব্যবধানে এগিয়ে টাইগাররা। যা কালকের ম্যাচের আগে বাড়তি অনুপ্রেরণা দিবে বাংলাদেশ দলকে।

এখন পর্যন্ত বিশ্বকাপে চারবারের দেখায় বাংলাদেশ ২টিতে এবং দক্ষিণ আফ্রিকা ২টিতে জয় পায়। ২০১৯ সালের আগে ২০০৭ সালের আসরে প্রোটিয়াদের বিপক্ষে ৬৭ রানে জিতেছিলো টাইগাররা। সব মিলিয়ে ওয়ানডেতে ২৪ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। এক্ষেত্রে পিছিয়ে বাংলাদেশ। ৬টি জয় আছে টাইগারদের। ১৮টিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা।

ওয়ানডেতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার সর্বশেষ ১০ লড়াই-

১০-০৭-২০১৫ : দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী, ঢাকা

১২-০৭-২০১৫ : বাংলাদেশ ৭ উইকেটে জয়ী, ঢাকা

১৫-০৭-২০১৫ : বাংলাদেশ ৯ উইকেটে জয়ী, চট্টগ্রাম

১৫-১০-২০১৭ : দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে জয়ী, কিম্বার্লি

১৮-১০-২০১৭ : দক্ষিণ আফ্রিকা ১০৪ রানে জয়ী, পার্ল

২২-১০-২০১৭ : দক্ষিণ আফ্রিকা ২০০ রানে জয়ী, পূর্ব লন্ডন

০২-০৬-২০১৯ : বাংলাদেশ ২১ রানে জয়ী, ওভাল

১৮-০৩-২০২২ : বাংলাদেশ ৩৮ রানে জয়ী, সেঞ্চুরিয়ন

২০-০৩-২০২২ : দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী, জোহানেসবার্গ

২৩-০৩-২০২২ : বাংলাদেশ ৯ উইকেটে জয়ী, সেঞ্চুরিয়ন

সব মিলিয়ে ওয়ানডেতে ২৪ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। তাতে বাংলাদেশের জয় ৬ ম্যাচে। অপরদিকে, দক্ষিণ আফ্রিকার জয় ১৮ ম্যাচে।

  • সর্বশেষ - খেলাধুলা