গাইবান্ধায় আগুনে ১০ দোকান ভস্মীভূত
প্রকাশ :
গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর বাণিজ্যিক বন্দর তেতুল বাজারে রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি দোকান ও একটি বাড়ির ২টি কক্ষ ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন। এর আগে সোমবার রাত সাড়ে ১২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, একটি মুদির দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এ অগ্নিকাণ্ডে ১০টি দোকান ও একটি বাড়ির ২টি কক্ষ ভস্মীভূত হয়। এতে দোকানের মালামাল ও বসতবাড়ীর মালামাল পুড়ে যায়।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ আল হাসান, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসলিমা সুলতানা স্মৃতি ঘাগোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুরজামান রিংকু ঘটনাস্থল পরির্দশন করেন।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা যাবে।