লোকসভা নির্বাচন : বিজেপির প্রার্থী তালিকায় কঙ্গনা রানাওয়াত
প্রকাশ :

16px
ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। আর এই তালিকায় রয়েছে একাধিক চমক। প্রার্থী তালিকায় উঠে এসেছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের নাম।
সম্প্রতি ভোটের পঞ্চম প্রার্থীতালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রবিবার প্রার্থীদের নামসহ সারাদেশে মোট ১১১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে ভারতের ক্ষমতাসীন দলটি। এই প্রার্থীতালিকায় নাম রয়েছে বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
কঙ্গনা হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে পদ্ম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থী হিসাবে নাম ঘোষণা হওয়ার পরেই বিজেপির শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি পোস্ট করেন কঙ্গনা।