, ২১ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

মাথার সেই পুরোনো আঘাতে ১০০ বলের ক্রিকেট ছাড়লেন ডু প্লেসি

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

মাথার সেই পুরোনো আঘাতে ১০০ বলের ক্রিকেট ছাড়লেন ডু প্লেসি

ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট 'দ্য হান্ড্রেড'-এ দলের প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি ফাফ ডু প্লেসি। তবে অ্যারন ফিঞ্চ ছিটকে পড়ায় নর্দার্ন সুপারচার্জার্সের অধিনায়ক করা হয় দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যানকে।

তাই আশা করা হচ্ছিল, পরের ম্যাচগুলো খেলতে পারবেন ডু প্লেসি। সেটা আর হলো না। সাবেক এই প্রোটিয়া অধিনায়ক শুক্রবার জানিয়েছেন, এই মৌসুমে ১০০ বলের ক্রিকেটে আর খেলতে পারবেন না।

পাকিস্তান সুপার লিগে খেলতে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন ডু প্লেসি। আঘাত বেশ গুরুতর ছিল। হাসপাতালেও নেয়া হয়েছিল তাকে। সেই 'কনকাশন' সমস্যার কারণেই এবার ১০০ বলের টুর্নামেন্ট থেকে সরে গেলেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

ইনস্টাগ্রামে এক পোস্টে ডু প্লেসি জানিয়েছেন, ইংল্যান্ড থেকে তিনি দক্ষিণ আফ্রিকায় ফিরে যাচ্ছেন। তবে চলতি বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন বলে আশাবাদি এই ব্যাটসম্যান। আগামী ২৬ আগস্ট শুরু হবে এই লিগ।

এ বছর না হলেও আগামী মৌসুমে দ্য হান্ড্রেডে খেলতে চান ডু প্লেসি। তিনি বলেন, ‘এই কঠিন ইনজুরির সময়ে আমি সবার সমর্থনের জন্য কৃতজ্ঞ। আশা করছি, আগামী মৌসুমে খেলতে পারব।’

  • সর্বশেষ - খেলাধুলা