, ২৫ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

বড় দলগুলোর মত ঝুঁকি নিতে চায় মুমিনুল

  ক্রীড়া প্রতিবেদক

  প্রকাশ : 

বড় দলগুলোর মত ঝুঁকি নিতে চায় মুমিনুল

একদিনের ক্রিকেটে বাংলাদেশ যেভাবে বুক চিতিয়ে লড়াই করেন। টেস্টে তাঁর ছিটেফোঁটাও দেখা যায়না। তবে শ্রীলংকার সাথে নিজেদের কিছুটা হলেও ফিরে পেয়েছে।


নতুন খবর হচ্ছে, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের একাদশে ছিলেন ৫ বোলার। টেস্টে বোলারদের ব্যাটসম্যানদের মত প্রাধান্য দিয়ে খেলার নজির টাইগারদের খুব বেশি নেই। তবে দীর্ঘ ব্যাপ্তির এই ফরম্যাটে এই প্রচলন চান অধিনায়ক মুমিনুল হক।


বড় দলগুলোর মত বোলিং ইউনিট মজবুত রাখার পক্ষেই মুমিনুল। তিনি বলেন, ‘পাঁচটা বোলার খেলিয়ে কিছুটা লাভ হয়েছে আমার মনে হয়। টেস্টে সবময়ই এমন করা উচিত, বড় দলগুলো যেগুলা সবসময় করে আরকি।’

  • সর্বশেষ - খেলাধুলা