সাইফুল ইসলামের তিনটি কবিতা
প্রকাশ :
লাশফুল
দুঃখ যদি পাও
দগ্ধ দুপুরে
মুখে নিয়ে বেদনার লাশফুল
ওই দূরের বনে
হারিয়ে যাও আনন্দচিত্তে
বুকের ভিতরে
মহামান্য হাইকোর্ট বসিয়ে
লাভ নেই সাধু
ক্লান্ত বিকেলে
বাঘের কাছে
মিছেমিছি জবানবন্দি
ওই দূরের বনে
মুখে নিয়ে বেদনার লাশফুল
হারিয়ে যাও
দগ্ধ দুপুরে।
****
দুঃখপুর
এই যে শীত এলো
নববধূ করে নিয়ে গেল তোমারে
এই যে তুমি দেখতে পাচ্ছো না নিজেরে
এত বড় ঘোমটা মাথায়
শাড়ির আঁচলে লুকিয়ে রেখেছো গোপনীয়তা
কার হাত ধরে দিয়েছিলে কথা?
ফুলের ঘ্রাণে হয়েছিলে মাতোয়ারা
কার সাথে হলো তোমার বসতি?
সুখের জংশনে বৃথা তোমার সাধনা
ডুবে গেল তোমার পিরিতি
কাঁচের বোয়ামে বন্দি সেই প্রেম
তোমার দেহ কি তবে এখন কাঁটাতারের বেড়া?
জানি হারিয়ে ফেলেছো মনের সুর
আর কতদূর, আর কতদূর
তোমার ভুলের দুঃখপুর?
****
মারবেল ধোঁয়াশা
মাটির গর্তে ছুঁড়ে মারা মায়াবী মারবেল
কিশোরীর চোখে লুকিয়ে রাখা ভাতঘুম
তেঁতুল গাছের কচি সবুজপাতার স্বাদ
আমের মুকুলের দুপুর, ভোরের প্রার্থনা
গাঙের তাজা মাছ, পাটের পঁচা গন্ধ
ময়লা পানিতে শালুকের বসবাস
ডুব দিয়ে ডুবে যাওয়া শাপলার হাসি
কে যেন বাজাচ্ছে সুন্দরী বাঁশি
নেমে আসছে আকাশ থেকে পরী
জলপাই রঙের রূপকথার গল্প
‘পরীরা বিয়ে করে বাঁশিওয়ালাদের’
নিয়ে যায় পরীর দেশে, আঙুর মুখে আয়েশের সংসার।
হাত ফসকে উড়ে যায় ফড়িং
কাচের বোতলে বন্দি কামরাঙা বিকেল
শীতের কুয়াশা শেষে লাল কৃষ্ণচূড়ার বিয়ে
মারবেলের ধোঁয়াশা কাটে না শৈশবে
স্কুলড্রেস পরিহিতা কিশোরী জুঁইফুল
এখনো কি চেয়ে আছে ওই পথে!