, ২৫ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

বিশ্বকাপে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। ফলে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করবে বাবর আজমরা।

ওয়ানডে র‌্যাংকিংয়ে দুই প্রান্তের দুই দল বলা যায়। পাকিস্তান কিছুদিন আগেও ছিল ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে। এখন রয়েছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে নেদারল্যান্ডস রয়েছে ১৪তম স্থানে।

পাকিস্তানের সামনে নেদারল্যান্ডস কিছুটা দুর্বল প্রতিপক্ষ হলেও ইনজুরি, অফফর্ম, ফিল্ডিংয়ে বেহাল অবস্থা মিলিয়ে পাকিস্তানিদের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। সে হিসেবে ডাচদেরও ম্যাচ জেতার সুযোগ রয়েছে। তবে মাঠে যে পক্ষ ভালো দক্ষতা দেখাতে ম্যাচ ঝঁকবে তাদের দিকেই।

পাকিস্তান একাদশ

ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলী, শাহিন আফ্রিদি, হারিস রউফ।

নেদারল্যান্ডস একাদশ

বিক্রমজিত সিং, ম্যাক্স ও'ডাউড, তেজা নিদামানুরু, বাস ডি লিডি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), লোগান ফন ভিক, সাকিব জুলফিকার, রুলফ ফন ডার মারওয়ে, পল ফন মেকিরেন, আরিয়ান দত্ত।

  • সর্বশেষ - খেলাধুলা