রিজভীকে খোঁজা হচ্ছে, শিগগিরই আইনের আওতায় : ডিবিপ্রধান
প্রকাশ :

16px
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেছেন, রিজভীকে শিগগির আইনের আওতায় আনা হবে।
আজ রবিবার দুপুরে মিন্টু রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। রিজভীকে নিয়ে ডিবিপ্রধান বলেন, ‘একজন অসুস্থ মানুষ একটু পরপর আন্দোলনের ঘোষণা করেন। একজন অসুস্থ মানুষ কীভাবে এসব আন্দোলনের ঘোষণা করেন? যদি তিনি সত্যিই অসুস্থ থাকেন, তাহলে আদালতে গিয়ে হাজিরা দিতে পারেন।’
হারুন অর রশীদ বলেন, ‘যাদের বিরুদ্ধে মামলা ছিল, অনেক বড় বড় নেতাকে আমরা গ্রেফতার করেছি। রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে, তাকেও শিগগির আইনের আওতায় আনা হবে।’

ভালুকায় আওয়ামী লীগের সম্মেলন স্থগিত হাইব্রিড নেতাদের ২০ কোটির মিশন বিফলে

ময়মনসিংহ সদরে নৌকার প্রার্থী শান্তকে ‘তথাকথিত নেতা’ বলায় উত্তেজনা সৃষ্টি

শেখ হাসিনার একনিষ্ঠ অনুসারী এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে ঘিরে মন্ত্রীত্বের প্রত্যাশা ময়মনসিংহবাসীর
