9 July 2025, 06:44:13 PM, অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোতার মৃত্যু

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৪:২৬ অপরাহ্ণ

সড়ক দুর্ঘটনায় পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোতার মৃত্যু
16px

লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের তারকা ফুটবলার দিয়োগো জোতা একটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বিষয়টি নিশ্চিত করেছে। এই দুর্ঘটনায় জোতার ভাই আন্দ্রে সিলভাও মারা গেছেন। মার্কার সংবাদ অনুযায়ী জোতা এবং তার ভাই আন্দ্রে স্পেনের জামোরা প্রদেশে দুর্ঘটনার শিকার হন। তাদের গাড়িটি রাস্তা থেকে ছিটকে পরলে আগুন ধরে যায়। এতে ভাইসহ জোতা মারা যান। জোতার ভাইও একজন পেশাদার ফুটবলার।

দমকল বাহিনীর বরাতে স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশনও জোতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স। মাত্র দুই সপ্তাহ আগেই শৈশবের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেন জোতা। এই দম্পতির রয়েছে তিন সন্তান। গত ২২ জুন পোর্তোয় বিয়ের ছবি তোলেন, যা তিনি ২৮ জুন সামাজিক মাধ্যমে শেয়ার করেন। এরপর নিয়মিতই নিজেদের ছবি শেয়ার করছিলেন জোতা, কিন্তু এর মাঝেই এসে পৌঁছায় এই হৃদয়বিদারক সংবাদ।

দিয়োগো জোতার পেশাদার ক্যারিয়ার শুরু হয় ২০১৪ সালে পর্তুগালের ক্লাব পাকোস দে ফেরেইরার হয়ে। ২০১৬ সালে যোগ দেন স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদে, যদিও তাদের হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। এরপর ধারে খেলেছেন পোর্তো ও উলভারহ্যাম্পটনে। ২০১৮ সালে চুক্তিভিত্তিক উলভারহ্যাম্পটনে যোগ দিয়ে দুই মৌসুম খেলেন এবং ২০১৭–১৮ মৌসুমে ক্লাবটির হয়ে জিতেছেন লিগ কাপ।

পরে লিভারপুলে যোগ দিয়ে নিজের ক্যারিয়ারে আরও সাফল্য যোগ করেন। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ ও ২০২১–২২ মৌসুমে এফএ কাপ জিতেছেন। জাতীয় দলের হয়ে জিতেছেন দুটি নেশনস লিগ শিরোপা- একটি ২০১৯ সালের জুনে, আরেকটি এ বছরের জুনে।

  • সর্বশেষ - খেলাধুলা