9 July 2025, 06:24:53 PM, অনলাইন সংস্করণ

কলম্বো টেস্টে: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৩:৩০ অপরাহ্ণ

কলম্বো টেস্টে: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
16px

কলম্বোয় দ্বিতীয় টেস্টে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। গল টেস্টেও টস জিতেছিলেন নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্ট ড্র হওয়ায় এই ম্যাচে বাংলাদেশের সামনে সুযোগ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা।

বাংলাদেশ এই টেস্টে খেলছে দুটো পরিবর্তন নিয়ে। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফিরছেন একাদশে। আগের টেস্টে তিনি দলে জায়গা পাননি জ্বরের কারণে। তিনি ফেরায় দল থেকে বাদ পড়েছেন জাকের আলী অনিক।

এদিকে এই টেস্টেও চোটের কারণে দল থেকে বাদ পড়ার ঘটনা ঘটেছে। এবার এই খেলোয়াড়টি হলেন প্রথম টেস্টের অন্যতম সেরা বোলার হাসান মাহমুদ। তার জায়গায় ফিরেছেন এবাদত হোসেন। দুই বছর পর বাংলাদেশের টেস্ট একাদশে ফিরে এসেছেন তিনি।

বাংলাদেশ একাদশ- সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা, এবাদত হোসেন।

  • সর্বশেষ - খেলাধুলা