9 July 2025, 07:11:52 PM, অনলাইন সংস্করণ

নাঈমের ফাইফার; কী ছিল পরিকল্পনা?

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০২৫, ১২:১৭ অপরাহ্ণ

নাঈমের ফাইফার; কী ছিল পরিকল্পনা?
16px

প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ইনিংস থেমেছে ৪৮৫ রানে। লঙ্কানদের পাঁচশর আগে আটকে দেওয়ায় বড় অবদান স্পিনার নাঈম হাসানের। লঙ্কানদের বিপক্ষে প্রথম ইনিংসে এদিন ৫ উইকেট শিকার করেন টাইগার এই স্পিনার।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নাঈম বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। আল্লাহর কাছে কৃতজ্ঞতা। আল্লাহ এমন একটা সুযোগ দিল। আমি খুব ভালোভাবে কাজে লাগাতে পেরেছি, আলহামদুলিল্লাহ।’

পরে নিজের বোলিংয়ের পরিকল্পনা নিয়ে নাঈম বলেন, ‘উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি। আমরা চেষ্টা করছি লম্বা সময় এক জায়গায় বল করে যেতে। ক্রিকেট তো রানের খেলা। যখনই রান আসবে না, চাপে পড়লে হয়ত ভুল করবে। এই পরিকল্পনায় বল করেছি। আলহামদুলিল্লাহ, ভালো (হয়েছে)। ওদের লেফটি ৩-৪ জন ছিল, ৩ জন ছিল মনে হয়। রাইটি বেশি ছিল তাই রাইটির উইকেট নিয়েছি।’

দলের পরিকল্পনা সম্পর্কে নাঈম জানান, ‘এটা কালকেই দেখতে পাবেন। এটা দলের প্ল্যান আছে। কালকে ইনশাল্লাহ মাঠে দেখতে পাবেন।’

নিজের চোট নিয়ে নাঈম বলেন, ‘আনলাকি বলতে কিছু নাই। যা আল্লাহ্‌ রিজিকে রেখেছেন তাই হবে। আলহামদুলিল্লাহ। সবার তো ক্যারিয়ার একরকম হয় না। স্পোর্টসম্যানদের একেক জনের একেকরকম হয়। আমারটা যেমন হয়েছে আলহামদুলিল্লাহ।’

  • সর্বশেষ - খেলাধুলা