9 July 2025, 06:03:10 PM, অনলাইন সংস্করণ

৬ গোলের দুর্দান্ত জয়ে নকআউটে ম্যানসিটি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৪:১৭ অপরাহ্ণ

৬ গোলের দুর্দান্ত জয়ে নকআউটে ম্যানসিটি
16px

ক্লাব বিশ্বকাপে আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে দাপুটে ফুটবল উপহার দিয়ে ৬-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। রবিবার রাতে আটলান্টায় অনুষ্ঠিত এই ম্যাচে একক আধিপত্যে প্রতিপক্ষকে ভাসিয়ে দেয় পেপ গার্দিওলার দল।

এদিন জোড়া গোল করেন মিডফিল্ডার ইল্কায় গুন্দোয়ান, পেনাল্টি থেকে একটি গোল করেন আর্লিং হালান্ড। বাকী তিনটি গোল আসে তরুণ ক্লদিও এচেভেরি, অস্কার বব এবং ফরাসি তরুণ রায়ান চেরকির পা থেকে।

আগের ম্যাচে মরক্কোর ক্লাব উইদাদের বিপক্ষে ২-০ গোলে জয়ী হওয়ার পর এই ম্যাচে পুরোপুরি নতুন একাদশ নিয়ে নামে ম্যানসিটি। তবুও মাঠে কোনো ঘাটতি দেখা যায়নি। পুরো ম্যাচজুড়েই বল দখল, পাসিং, আক্রমণে আধিপত্য ছিল তাদের। সিটি ৭৪ শতাংশ বল দখলে রেখে নিয়েছে ২১টি শট, যার মধ্যে ৬টি জালে জড়ায়। বিপরীতে, আল আইন করতে পেরেছে মাত্র ৫টি শট।

এই জয়ে গ্রুপ জি থেকে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সঙ্গে একসঙ্গে নকআউট পর্ব নিশ্চিত করেছে সিটি। পরবর্তী ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হবে জুভেন্টাস ও ম্যানচেস্টার সিটি। ওই ম্যাচেই নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন কারা হবে।

  • সর্বশেষ - খেলাধুলা