, ১৪ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

জাটকারা সব ইলিশ হবে

  সাহিত্য ডেস্ক

  প্রকাশ : 

জাটকারা সব ইলিশ হবে

ইমরুল ইউসুফ

রোজার মাসে সবার মুখে একটাই শুধু শব্দ
রোজার মধ্যে বৈশাখ আসায় মাছ ব্যবসায়ী জব্দ

চারদিকেতে এখন শুধু বুট-পেঁয়াজুর গন্ধ
ইচ্ছেমতো দাম বাড়িয়ে ইলিশ বেচা বন্ধ

চকচকে ইলিশগুলো রেস্টে আছে জল, স্টোরে
ভাবছে ইলিশ এই বৈশাখে তাদের জীবন শ্রেষ্ঠরে

জাল টানা নেই দিন গোনা নেই কবে বৈশাখ পয়লা
প্রত্যেক বছর এই সময়টায় ইলিশের জীবন কয়লা

লেজটা ধরে হেকচা টানে দেয় ফেলে এক কোনায়
কোনটা ছোট কোনটা বড় সাইজ মতো গোনায়

বরফ দিয়ে তাকে তাকে ইলিশ সাজায় ট্রাক
বৈশাখে ইলিশ কিনতেই হবে সবার মাথা ক্রাক

কিন্তু এবার রোজা পড়ায় ইলিশের বাজার মন্দা
জাটকারা সব ইলিশ হবে; বন্ধ মেছোদের ধান্দা।

  • সর্বশেষ - সাহিত্য