, ১৪ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

বর্ষার প্রথম দিনে

  সাহিত্য ডেস্ক

  প্রকাশ : 

বর্ষার প্রথম দিনে

ভুলে যাওয়াই তো মানুষের কাজ,
নিজেকে তাই মানুষ বলেই মনে হয়।

আমিও ভুলে যাই আর সব মানুষের মতো-
ভুলে যাই বর্ষার গান
কদমের ফুল
ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙ।

ভুলে যাই চিরচেনা নদী
বানের জল
বিলের শাপলা
হাঁস-ডাহুকের লুকোচুরি
অবাধ্য কচুরিপানা
দুরন্ত বাতাস।

ভুলে যাই পালতোলা নাও
ভাটিয়ালি গান
সলাজ নায়ওরির মুখ
কৃষাণের আলস্য সুখ।

ভুলে যেতে পারি বলেই আজও
নিজেকে মানুষ ভাবতে পারি,
শুধু আষাঢ়ের প্রথম দিন এলেই
সব মনে পড়ে জাতিস্মরের মতো..

  • সর্বশেষ - সাহিত্য