, ২৩ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

ভাতের প্যাঁচে একটি জীবন

  সাহিত্য ডেস্ক

  প্রকাশ : 

ভাতের প্যাঁচে একটি জীবন

প্রতিদিনই পণ করি ভাই ছেড়ে দেবো,
ভাতের বদলা রুটিটাকে মেনে নেবো।

বাড়ছে মেদ, বাড়ছে ভুঁড়ি,
ওজন বেড়ে কয়েক কুড়ি।

তার ওপরে বাড়ছে প্রেসার,
কাটে না ভাই ভাতের নেশার।

পণ করি ভাত ছেড়ে দেব আগামীকাল,
ভাতের নেশা ছাড়িয়ে যায় সকাল-বিকাল।

ভাতের প্যাঁচে আটকে গেছে ডায়েট প্লান,
ভাত ছাড়া তো এ জীবনে সবই ম্লান।

একটি জীবন কাটুক না ভাই ভাতের প্যাঁচে,
রুটিতে কি ভর্তা-ডালের মজা ঘোচে!

  • সর্বশেষ - সাহিত্য