, ২০ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

সামশাদ নওরীণের কবিতা

  সাহিত্য ডেস্ক

  প্রকাশ : 

সামশাদ নওরীণের কবিতা

গ্রামীণ ভ্রমণে ভালোবাসা

গ্রাম থেকে শহর উপযোগিতা নেই কোথাও
শহর থেকে মানবতা আর প্রেম উধাও
ভুল ভরা মানুষ আবার ফিরে যায় বৈশাখে, নবান্নে, উৎসবে
আপন মাটিতে, আপন বাতাসে, আপন ছায়ায়
শুধু নিতে তীক্ষ্ণ ঘ্রাণ আর ভালোবাসা
নৈতিকতার শিক্ষা প্রকৃতির মহিময়তায়।
ঘোরাঘুরি কোলাহল, আনন্দের ছল
অতিমাত্রায় আনে মহাপ্রলয়
সাধারণ জীবন দুর্দশার নয় বরং আপনাকে করে তোলে সম্ভাবনাময়
আপন আমি, আপন তুমি, আমাদের চারিপাশ
রাতের চাঁদ, ঝিঁঝিপোকা আর জোনাকির জ্যোতির্ময়তা
টানছে ঘুমন্তকে যতই থাক নিকট বা দূর।
মৌসুমী ফলের সুবাসে মিলনমেলা হয় প্ৰকট
আতিথেয়তায় অচিন্ত্যকে কাছে পেয়ে
শরতের কাশফুলের শুভ্রতা, নেশা ধরায় সরিষার বাসন্তির মতই
শীতের রসের পিঠার আস্বাদ
নাগালিঙ্গমের আলিঙ্গন করে ভ্ৰমিতকে আকুল।
ধানক্ষেতের পাশে সংকীর্ণ পথ পরিক্রম
করে তোলে সাহসী, পাড়ি দিতে মহাদেশের প্রান্তর
সঞ্জীবনী শক্তি প্রস্ফুটিত হয় বারবার
নদীধোয়া প্রকৃতিকে যতই করি তুচ্ছ
অগণিত ভালোবাসায় সে বাঙালিকে করে লিপ্ত
শহর থেকে গ্রামীণ জীবন করে পরিণয়
ভালোবাসা রয়ে যাবে চির আশায়।

কবি: সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়

  • সর্বশেষ - সাহিত্য