, ২৩ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

মহানায়ক

  সাহিত্য ডেস্ক

  প্রকাশ : 

মহানায়ক

লিটন মাহমুদ

বাংলা মায়ের ধন্যি ছেলে
জাতির পিতা তুমি
শেকল ছেঁড়ার গান শোনালে
অমোঘ কাব্য রচি
তোমার কাব্যে গর্জে ওঠে
দিশেহারা জাতি।

হাল ধরেছে মুজিব সেনা
পাল তুলিছে মাঝি
লড়াই করে জীবন দেবে
দামাল ছেলে আজি
নতুন আশায় স্বপ্ন বুনে
স্বাধীনতার লাগি।

বুলেট বোমা ভেদ করিয়া
এগিয়ে চলে মুক্তিসেনা
হায়েনারা সব ভয়ে কাঁপে
জয় বাংলা স্লোগানে
লাল-সবুজের কেতন ওড়ে
মুক্ত আকাশ ফাড়ি।

কবি: সাংবাদিক

  • সর্বশেষ - সাহিত্য