, ১৪ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

ঈদের ছড়া

  সাহিত্য ডেস্ক

  প্রকাশ : 

ঈদের ছড়া

ঈদ এসেছে

রমজানেরই রোজার শেষে
ঈদ এসেছে ভাই
ঈদ এসেছে, ঈদ এসেছে
ঈদ এসেছে ভাই।

ফিরনি, পায়েস, মন্ডা, মিঠাই
আরো আছে লাচ্ছা সেমাই
হৈ-হুল্লোড় আনন্দেতে
মেতে আছি তাই।
ঈদ এসেছে, ঈদ এসেছে
ঈদ এসেছে ভাই।

নতুন নতুন জামা পাবো
দুহাত ভরে ঈদি নেবো
বন্ধুরা সব মিলেমিশে
খুশিরই গান গাই।
ঈদ এসেছে, ঈদ এসেছে
ঈদ এসেছে ভাই।

করোনায় ঈদ

নাইবা হলো কোলাকুলি
দূরে থেকে খোলাখুলি
বিলিয়ে যাব ঈদের খুশি
সবার মাঝে ভাই।

নিরাপদ দূরত্বে থেকে
সতর্কতা বজায় রেখে
একসাথে সবাই চলো
ঈদগাহেতে যাই।

ইশারাতে হোক বিনিময়
মনের আলিঙ্গন
ভালোবাসা সবার প্রতি
জেনো প্রিয়জন।

  • সর্বশেষ - সাহিত্য