, ২৩ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ২০

  অনলাইন ডেস্ক

  প্রকাশ : 

ব্রাহ্মণবাড়িয়ায় দুইপক্ষের সংঘর্ষে নিহত ১,  পুলিশসহ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুইপক্ষের সংঘর্ষ চলাকালে শামসুল হক চৌধুরী (৫৫) নামে একজন নিহত হয়েছে ও ৭ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের বকশিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শামসুল হক ওই এলাকার মৃত সওদাগর চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে বিভিন্ন বিষয় নিয়ে নূর আলী ও জয়নাল আবেদীনের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। এ সব ঘটনায় উভয় পক্ষ মামলা দায়ের করেছে। এ ঘটনার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শুক্রবার সকালে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুপুরে ফের তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ ধাওয়া দেয়। এ সময় শামসুল হক চৌধুরী নামে এক ব্যক্তি দৌড় দিয়ে নদীর পাড়ে গেলে পুলিশ তাকে মারধর করে। তার তার মৃত্যু হয়।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন টিটু বলেন, ‘পুলিশের মারধরে তিনি মারা যাননি। আমরা ধারনা করছি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে।’

  • সর্বশেষ - সারাদেশ