তারাকান্দায় ৩ আসামি গ্রেফতার
প্রকাশ :
ময়মনসিংহের তারাকান্দায় মাদক মামলার দুই আসামিসহ মোট ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলীর নেতৃত্বে সঙ্গীয় এসআই আজিজ ও এএসআই নজরুলসহ অভিযান চালিয়ে দুইজনকে রাত ১০টার দিকে ও আরেকজনকে রাত ৩টার দিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মাদক মামলার আসামি উপজেলার মাঝিয়ালি গ্রামের আব্দুল হালিম বেগ ও সাহিদা বেগমের পুত্র মোঃ রাজু বেগ (২০), বারইপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিন ও রহিমা খাতুনের পুত্র নুরুজ্জামান বকুল (২৮) এবং জিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি হরিয়াতলা গ্রামের মৃত আব্বাস আলীর পুত্র মোঃ হাবিবুর রহমান (৪০)। এ ব্যাপারে জানতে চাইলে তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিদেরকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।