সাবেক এমপি বদির ভাতিজা গ্রেফতার
প্রকাশ :
কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাতিজা তালিকাভুক্ত মাদক কারবারি শাহজাহান মিয়াকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব। রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার র্যাবের মিডিয়া শাখার সহকারী পরিচালক ইমরান খান এ তথ্য জানিয়ে বলেন, শাহজাহানের বিরুদ্ধে সহিংসতা ও মাদক পাচারের অনেকগুলো মামলা রয়েছে। তিনি টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে টেকনাফে ছাত্রদের বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র নিয়ে শাহজাহান মিয়ার হামলা করার ভিডিও ফুটেজ রয়েছে। এর আগে গত ২০ আগস্ট কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেফতার করে র্যাব। কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।