11 September 2024, 10:44:43 PM, অনলাইন সংস্করণ

নিজের মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

নিজের মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

জয়পুরহাটে নিজের ১০ বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।জয়পুরহাট পৌর শহরের তাতি পাড়া রেলবস্তি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম একই এলাকার বাবু মিয়ার ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মা একটি রেস্টুরেন্টে কাজ করতেন। সেই কারণে বাড়িতে কেউ না থাকার সুযোগে সাইফুল তার নিজের ১০ বছরের কন্যা শিশুকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এসময় শিশুটি কান্না করলে সাইফুল ভয় দেখিয়ে বিষয়টি গোপন রাখতে বলে। পরে শিশুটি তার মাকে বিষয়টি খুলে বললেন। এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করলে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে।

  • সর্বশেষ - অন্যান্য