8 September 2024, 09:27:22 PM, অনলাইন সংস্করণ

মাগুরায় ৫ রোহিঙ্গা আটক

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

মাগুরায় ৫ রোহিঙ্গা আটক

মাগুরার শ্রীপুর উপজেলার ৮ নম্বর নাকোল ইউনিয়নের ওয়াপদা এলাকায় তল্লাশি চালিয়ে বাস থেকে পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে মাগুরা-ঢাকা সড়কে ওয়াপদা চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. মোতাহার হোসেনের ছেলে সেলিম হোসেন (১৯), করিমুল্লাহ হোসেনের ছেলে সাদেক নূর (২৩) ও আরাফাত নূর (১৭), আব্দুল হকের ছেলে রবিউল আলম (২৮) এবং মসিউল্ল্যাহ’র ছেলে ওমর ফারুখ (১৬)।

আটককৃতরা কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ১ নম্বর কুতুপালং শরণার্থী শিবির (রোহিঙ্গা ক্যাম্প) ও ওমর ফারুখ উখিয়া উপজেলার ১২ নম্বর বালুখালী, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর জন্য প্রক্রিয়া করা হচ্ছে।

  • সর্বশেষ - অন্যান্য