14 September 2024, 09:09:26 PM, অনলাইন সংস্করণ

রাজধানীতে হিযবুত তাহরীর নেতা গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

রাজধানীতে হিযবুত তাহরীর নেতা গ্রেফতার

বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর এর শীর্ষ নেতা মো. আব্দুল বাতেনকে (৬০) রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-২। সোমবার র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম এ তথ্য জানান।

তিনি গণমাধ্যমে বলেন, সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের ইস্যু করা গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আব্দুল বাতেন হিযবুত তাহরীর এর শীর্ষ নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য। আব্দুল বাতেনকে গ্রেফতার করতে র‍্যাব-২ এর একটি দল গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছিল।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি বিশেষ দল গত রাতে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে আব্দুল বাতেনকে গ্রেফতার করে।

  • সর্বশেষ - অন্যান্য