14 September 2024, 07:15:15 PM, অনলাইন সংস্করণ

শার্শা সীমান্তে ৯ স্বর্ণের বারসহ যুবক আটক

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

শার্শা সীমান্তে ৯ স্বর্ণের বারসহ যুবক আটক

শার্শা সীমান্ত এলাকা থেকে ১ কেজি ২২ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বারসহ মনিরুল হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে শার্শা সীমান্তের গোগা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মনিরুল শার্শা উপজেলা গোগা এলাকার মৃত শামসুর রহমানের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান উপজেলার গোগা সীমান্ত এলাকা দিয়ে নেওয়া হবে। এ তথ্যের ভিত্তিতে গোগা কলেজের সামনে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ভ্যানের গতিরোধ করা হয়। এ সময় ভ্যানচালকের দেহ তল্লাশি করে ১ কেজি ২২ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বার পাওয়া যায় এবং তাকে আটক করা হয়।

তার কাছে থেকে জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৯ হাজার টাকা। এ ছাড়া আটক মনিরুলের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ - অন্যান্য