, ১৪ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

জাবির রাজা সিফাত রানি শোভা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

জাবির রাজা সিফাত রানি শোভা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২তম ব্যাচের ‘র‌্যাগ-৪২’ (শিক্ষা সমাপণী উৎসব) এর অন্যতম অনুসঙ্গ রাজা-রানি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে রাজা পদে সিফাত আল রাব্বানী ও রানী পদে ফারহানা রহমান শোভা নির্বাচিত হয়েছেন।

শুক্রবার ভোটগ্রহণ শেষে মধ্যরাতে প্রধান নির্বাচন কমিশনার আবু তাহের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে রাজা ও রানী পদে মোট ১৭০২টি ভোট কাস্ট হয়েছে। নির্বাচনে রাজা পদে দুইজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রাণিবিদ্যা বিভাগের সিফাত আল রাব্বানি সর্বোচ্চ ৪৮৮ ভোট পেয়ে রাজা নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে রানী পদে দুইজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ফারহানা রহমান শোভা সর্বোচ্চ ৫০৪ ভোট পেয়ে রানী নির্বাচিত হয়েছেন।

র‌্যাগ-৪২ এর কনভেনার ইসমাইল হোসেন জানান, র‌্যাগের মূল অনুষ্ঠান হবে আগামী ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর।

  • সর্বশেষ - শিক্ষাঙ্গন