, ১৩ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

মহেশখালী থেকে ৫ রোহিঙ্গা নারী উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

মহেশখালী থেকে ৫ রোহিঙ্গা নারী উদ্ধার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা পাঁচ রোহিঙ্গা নারীকে পাচারের প্রস্তুতিকালে উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ। বিষয়টি নিশ্চত করেছেন মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছোট মহেশখালী উত্তরকুল দক্ষিণ পাড়ায় অভিযান চালিয়ে মকছুদ মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে ওই এলাকা থেকে পাঁচ রোহিঙ্গা নারীকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) মনিষ সরকার।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই জানান, উদ্ধার রোহিঙ্গা নারীদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। কারা এই রোহিঙ্গা নারীদেরকে ক্যাম্প থেকে নিয়ে এসেছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। যারা এই চক্রের সঙ্গে জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধার রোহিঙ্গা নারীদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি।

স্থানীয়রা জানিয়েছে, ছোট মহেশখালী এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে একটি নারী পাচার চক্র। স্থানীয় জনপ্রতিনিধিরাও জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

  • সর্বশেষ - সারাদেশ