, ২১ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

নির্মাণাধীন স্কুলভবনের পাইলিং মেশিনের সিঁড়ি ছিঁড়ে নিহত ২

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

নির্মাণাধীন স্কুলভবনের পাইলিং মেশিনের সিঁড়ি ছিঁড়ে নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন স্কুলভবনের পাইলিং কাজে ব্যবহৃত মেশিনের সিঁড়ি ছিঁড়ে পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কিসমত আলী পাড়ার মৃত সিদ্দিক আহমদের ছেলে আবদু শুক্কুর (৫৫) ও মৃত কালা মিয়ার ছেলে সোলতান আহমদ (৪৫)।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী জাগো নিউজকে বলেন, খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজ চলছে। সেখানে পাইলিংয়ে ব্যবহৃত রিক মেশিনের সিঁড়িটি হঠাৎ ছিঁড়ে গিয়ে নিচে থাকা দুই ব্যক্তির ওপর পড়ে। সিঁড়িতে চাপা পড়ে দুজন গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরেক জন মারা যান।

খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল মনসুর মো. মহসিন জাগো নিউজকে বলেন, পাইলিং রিক মেশিনের সিঁড়ি ছিঁড়ে দুজনের মৃত্যু খুবই বেদনাদায়ক। সিঁড়ি ছিঁড়ে যাওর ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জাগো নিউজকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে নিহত দুজনের মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

  • সর্বশেষ - সারাদেশ