, ১৩ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

ছুটির দিনের আড্ডায় মুগডালের পকোড়া

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

ছুটির দিনের আড্ডায় মুগডালের পকোড়া

পকোড়া খেতে সবাই পছন্দ করেন। বিশেষ করে বিকেলের আড্ডায় তেলে ভাজা খাবার না খেলে যেন আড্ডা জমে না।

সন্ধ্যায় চায়ের সঙ্গে মুচমুচে কিছু খেতে মন চায়। এমন সময় হাতের কাছে পেঁয়াজু, বেগুনি, ছোলা, চপ বা পকোড়া না থাকলে কী চলে?

পকোড়া সবাই কমবেশি খেয়েছেন নিশ্চয়ই! তবে মুগডালের পকোড়া খেয়েছেন কখনো? চাইলেই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়।

আর সময়ও অনেক কম লাগে। ছুটির দিনে বাড়িতে আসা অতিথি বা বন্ধুদের চা-নাস্তা দেওয়ার সময় মুগডালের পকোড়া দিতে পারেন। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ
১. মুগডাল ৫০০ গ্রাম
২. আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
৩. কাঁচা মরিচ কুচি পরিমাণমতো
৪. ধনেপাতা কুচি আধা কাপ
৫. হিং সামান্য
৬. চাট মশলা ১ চা চামচ
৭. গরম মশলার গুঁড়ো ১ চা চামচ
৮. স্বাদমতো লবণ
৯. পরিমাণমতো তেল

recipe.jpg

পদ্ধতি

প্রথমে মুগডাল ধুয়ে একটি পাত্রে ৭-৮ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর ডালগুলো ভালো করে পরিষ্কার করে বেটে নিন।

ডাল বাটা ঘন হতে হবে এবং অবশ্যই খেয়াল রাখবেন যাতে পেস্টটি খুব বেশি পাতলা না হয়ে যায়। এরপর ডাল বাটার মধ্যে সব উপকরণ মিশিয়ে নিন।

ডালের মিশ্রণটি হাত বা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। এবার চুলায় প্যান বসিয়ে তেল গরম করুন। এরপর ডাল বাটা অল্প করে নিয়ে গরম তেলে ছাড়ুন।

এপিঠ-ওপিঠ উল্টে ভালোভাবে ভাজুন যতক্ষণ না পর্যন্ত বাদামি রং হয়। এরপর সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মুগডালের পকোড়া।

  • সর্বশেষ - লাইফ স্টাইল