, ২২ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

টিএসসির ঘটনায় ছাত্রলীগ জড়িত নয়, বিশৃঙ্খলাকারীরা জামাতের পেইড এজেন্টঃ লেখক

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

টিএসসির ঘটনায় ছাত্রলীগ জড়িত নয়, বিশৃঙ্খলাকারীরা জামাতের পেইড এজেন্টঃ লেখক

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো হামলার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয় বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ছাত্রলীগের বিরুদ্ধে চলা অব্যাহত মিথ্যাচারের আরেকটি নমুনা আজকের এই হামলার অভিযোগ। ছাত্রলীগের সঙ্গে হামলার ন্যূনতম সংশ্লিষ্টতা নেই।’


এ সময় তিনি বলেন, ‘প্রগতিশীলতার নামে কিছু বহিরাগতরা অভ্যন্তরীণ কোন্দলে মারামারিতে লিপ্ত হয়েছিল। তারা ইট আর ডাব চালাচালি করেছে। ছাত্রলীগের অনেক কর্মী, যারা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে এসেছিল, তাদের ওপর ইট পাটকেল ছুড়েছে, তাতে কয়েকজন ছাত্রলীগ কর্মী এবং টিএসসিতে বেড়াতে আসা সাধারণ জনগণ আহত হয়েছেন।’


তবে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সালমান সিদ্দিকী বলেন, “মঙ্গলবার বিকালে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর বর্বর হামলা চালিয়েছে। হামলায় আমাদের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাবি শাখার সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা গুরুতর আহত হয়েছে।


তিনি বলেন, “এছাড়া সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধরণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, সহ-সভাপতি সাদিকুল ইসলাম, ইডেন কলেজ শাখার সাধারণ সম্পাদক শাহীনুর আক্তার সুমি, কর্মী পঙ্কজ নাথ সূর্য, হৃদয় হোসেন, ছাত্র ইউনিয়ের সাংগাঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, সহ-সাংগঠনিক সম্পাদক মেঘমল্লার বসু, বিপ্লবী ছাত্রমৈত্রীর সংগঠক জাবির আহমেদ জুবেল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা সম্পাদক আসমানী আশাসহ ২০ জনেরও বেশি আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”


  • সর্বশেষ - রাজনীতি