, ২৬ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

গ্রিসে ৩ শতাধিক বাংলাদেশি শ্রমিকের ঘর পুড়ে ছাই !

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

গ্রিসে ৩ শতাধিক বাংলাদেশি শ্রমিকের ঘর পুড়ে ছাই !

গ্রিসের ম্যানোলাডা এলাকায় বসবাসকারী তিন শতাধিক বাংলাদেশি কৃষি শ্রমিকের ঘর পুড়ে ছাই হয়েছে।

এসব প্রবাসী শ্রমিক ৩৮টি অস্থায়ী ঘরে বসবাস করতেন। ঘরে থাকা তাদের টাকা-পয়সা ও পাসপোর্টসহ সব কিছু পু’ড়ে গেছে। খবর আনাদোলুর।

তবে এতে কোনো হ”তা”হ”তে”র ঘটনা ঘটেনি।স্থানীয় সময় রোববার রাতে গ্যাস সিলিন্ডার বি”স্ফো”র”ণে ওই অ”গ্নি”কা”ণ্ড ঘটে বলে শ্রমিকরা জানান।

খবর পেয়ে মঙ্গলবার গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আশুদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় তিনি স্থানীয় মেয়রকে প্রবাসী বাংলাদেশির পাশে দাঁড়ানোর আহ্বান জানান। রাষ্ট্রদূত বাংলাদেশি শ্রমিকদের জন্য নিরাপদ ও পাকা ঘর নির্মাণ করে দেওয়ারও অনুরোধ করেন।

প্রবাসী শ্রমিকরা রাষ্ট্রদূতের কাছে বিনামূল্যে নতুন পাসপোর্ট এবং দ্রুত তাদের অভিবাসনের প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার অনুরোধ করেন।

  • সর্বশেষ - আন্তর্জাতিক