, ১৩ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

দাওরায়ে হাদিসের ফল প্রকাশ হতে পারে ঈদের আগেই

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

দাওরায়ে হাদিসের ফল প্রকাশ হতে পারে ঈদের আগেই

করোনা পরিস্থিতির কারণে কওমি মাদরাসার ২০২১ সালের দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফল প্রকাশ বিলম্বিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ঈদের আগে ফল প্রকাশ করা সম্ভব হবে।

শনিবার (১০ জুলাই) আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ অফিস সম্পাদক মু. অছিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কঠোর লকডাউন বলবৎ থাকায় ১৪৪২ হিজরীর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশ বিলম্বিত হচ্ছে। কোনো জরুরি পরিস্থিতি উদ্ভব না হলে, ইনশাআল্লাহ, কুরবানির ঈদের আগে ফলাফল প্রকাশের আশা করছি।

এর আগে, ১১ জুলাই এ পরীক্ষার ফল প্রকাশের কথা জানিয়েছিল হাইআতুল উলয়া কর্তৃপক্ষ।

গত ১৬ জুন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ’ কার্যালয়ে বোর্ডের স্থায়ী কমিটির সভায় ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে পরিস্থিতি খারাপ হওয়ায় পূর্বঘোষিত তারিখে ফলাফল প্রকাশ অনিশ্চিত বলে জানায় কর্তৃপক্ষ।

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ দেশের কওমি মাদরাসাগুলোর সরকার-স্বীকৃত ইসলামি শিক্ষাবোর্ড। সরকার ২০১৮ সালের ১১ এপ্রিল এই বোর্ডের অধীনে কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে (ইসলামি শিক্ষা ও আরবি) মাস্টার্স সমমান মর্যাদা দেয়।

  • সর্বশেষ - শিক্ষাঙ্গন