9 July 2025, 06:50:29 PM, অনলাইন সংস্করণ

ড্রোন হামলার দায়িত্বে থাকা ইরানি কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০২৫, ১২:১৯ অপরাহ্ণ

ড্রোন হামলার দায়িত্বে থাকা ইরানি কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
16px

ইরানের অভিজাত ইসলামিক অভিজাত রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) আরেকজন কমান্ডারকে হত্যার কথা জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইসরায়েলি বাহিনী সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, ওই কমান্ডার ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ইসরায়েলের দিকে শত শত ইউএভি (চালকবিহীন উড্ডয়ন যান) ড্রোন হামলার দায়িত্বে ছিলেন। ওই কমান্ডারের নাম আমিন পউর জোধকি বলে জানিয়েছে ইসরায়েলি সেনারা।

গত ১৩ জুন আইআরজিসির ড্রোন বাহিনীর আরেকজন কমান্ডার তাহার ফুরকে হত্যার কথা জানায় ইসরায়েলের সামরিক বাহিনী। ধারণা করা হচ্ছে, এরপর থেকে কমান্ডার আমিন ওই বাহিনীর অভিযানে প্রধান দায়িত্বপালন করছিলেন।

  • সর্বশেষ - আন্তর্জাতিক