9 July 2025, 06:29:27 PM, অনলাইন সংস্করণ

রাতভর মিসাইল বৃষ্টিতে বিপদে ইসরায়েল

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০১:৩০ অপরাহ্ণ

রাতভর মিসাইল বৃষ্টিতে বিপদে ইসরায়েল
16px

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধসে পড়েছে ইসরায়েলের আত্মবিশ্বাস। শনিবার (১৪ জুন) রাতে টানা মিসাইল হামলায় কেঁপে উঠেছে হাইফা, তেলআবিব, বাত ইয়াম, জেরুজালেমসহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলো। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ৮ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

একের পর এক বিস্ফোরণে বাত ইয়াম শহরের অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানে ৩৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়নেট। হোম ফ্রন্ট কমান্ডের বরাতে জানানো হয়, তেলআবিবের দক্ষিণে অবস্থিত বাত ইয়ামে উদ্ধারকাজ এখনো চলছে। হামলায় আহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে, যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে রয়েছেন ১০ বছরের এক শিশু এবং ৬৯ ও ৮০ বছর বয়সী দুই বৃদ্ধা। এ ছাড়া তেলআবিবের দক্ষিণে রেহোভট শহরেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। সেখানে কমপক্ষে ৩৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম।

এদিকে ইরানও হামলার শিকার হয়েছে। ইসরায়েলের বিমান হামলায় তেহরানের এক আবাসিক ভবন কমপ্লেক্সে ৬০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। নিহতদের মধ্যে ২০ জন শিশু রয়েছে।

গত বৃহস্পতিবার (১২ জুন) রাত ৩টার দিকে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণ হারান ইরানের শীর্ষ সামরিক নেতা ও পরমাণু বিজ্ঞানীরা। নিহতদের মধ্যে রয়েছেন ইসলামী বিপ্লবী গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি, পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরেদুন আব্বাসি।

এই হামলার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার পরপরই ইসরায়েলের দিকে মিসাইল বৃষ্টি শুরু করে ইরান।

  • সর্বশেষ - আন্তর্জাতিক