9 July 2025, 06:18:06 PM, অনলাইন সংস্করণ

ইসরায়েলে আরও ৩০ মিসাইল হামলা ইরানের, আহত অন্তত ২০

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৪:০৯ অপরাহ্ণ

ইসরায়েলে আরও ৩০ মিসাইল হামলা ইরানের, আহত অন্তত ২০
16px

দখলদার ইসরায়েলি ভূখণ্ডে আরও ৩০টি ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। এতে করে মধ্য ইসরায়েলে অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, সকালে ইসরায়েলে আরও ৩০টি মিসাইল হামলা চালায় ইরান। দক্ষিণ ইসরায়েলের সোরোকা হাসপাতালে ইরানি মিসাইল আঘাত হানে। এছাড়া, মধ্য ইসরায়েলের হোলন ও রামাত গান এলাকাতেও হামলা চালায় ইরান।

ইরানি মিসাইলের হামলায় মধ্য ইসরায়েলে তিনজন গুরুতর আহত হয়েছেন। মাঝারি ধরনের আঘাত পেয়েছেন দুইজন। এছাড়া, আরও অন্তত ১২ জন ইসরায়েলি নাগরিক হালকা আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা।

  • সর্বশেষ - আন্তর্জাতিক