9 July 2025, 07:12:36 PM, অনলাইন সংস্করণ

ইয়েমেনের বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের ২০ হামলা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০২:৩১ অপরাহ্ণ

ইয়েমেনের বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের ২০ হামলা
16px

ইসরায়েলি যুদ্ধবিমান পশ্চিম ইয়েমেনের হোদেইদাহ এলাকায় কমপক্ষে ২০টি হামলা চালিয়েছে। ইসরায়েল জানিয়েছে, তারা পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ, রাস ইসা এবং সাইফ বন্দর সহ তিনটি ইয়েমেনি বন্দরে হুথির লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

হুথি বিদ্রোহীরা রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এর আগে ইসরায়েলি বাহিনী শিগগিরই ইয়েমেনে হামলা চালানোর হুমকি দিয়েছিল।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সোশ্যাল মিডিয়ায় হুথি-নিয়ন্ত্রিত স্থানগুলিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন, যার মধ্যে একটি বিদ্যুৎ কেন্দ্র এবং জাহাজও রয়েছে যা দুই বছর আগে এই গোষ্ঠীটি ছিনতাই করেছিল।

ইসরায়েলি বাহিনী তিনটি ইয়েমেনি বন্দর থেকে লোকজনকে সরে যাওয়ার সতর্কতা দেয়া হয়েছিল। হোদেইদা, রাস ইসা এবং আস-সালিফ বন্দর এবং হোদেইদাহ বিদ্যুৎ কেন্দ্র চিহ্নিত করেছিল ইসরায়েলি বাহিনী।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের পাল্টা ব্যবস্থা হয়েছে হুথি গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে কৌশলগত অবরোধ আরোপ করেছে। নিয়মিত ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।

  • সর্বশেষ - আন্তর্জাতিক