9 July 2025, 06:23:10 PM, অনলাইন সংস্করণ

সরোকা হাসপাতাল নয়, লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের সামরিক স্থাপনা: আইআরএনএ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৪:১২ অপরাহ্ণ

সরোকা হাসপাতাল নয়, লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের সামরিক স্থাপনা: আইআরএনএ
16px

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিরসেবা শহরের সোরোকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিষয়টি নিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ বলেছে, বৃহস্পতিবার সকালে ইসরায়েলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ‘মূল লক্ষ্য’ ছিল ইহুদিবাদী ভূখণ্ডটির সেনাবাহিনী ও গোয়েন্দা দফতরের একটি প্রধান কেন্দ্র।

আইআরএনএ আরও বলেছে, এই ঘাঁটি বিরসেবা শহরের সোরোকা হাসপাতালের কাছে অবস্থিত। তাদের দাবি, ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ধাক্কায় সোরোকা হাসপাতালের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, “এ ক্ষেপণাস্ত্র হামলার প্রধান লক্ষ্য ছিল, ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড ও গোয়েন্দা সদর দফতর (আইডিএফ সি৪আই) এবং গাভ-ইয়াম প্রযুক্তি পার্কে অবস্থিত সামরিক গোয়েন্দা ঘাঁটি।”

বিবৃতিতে বলা হয়, “সামরিক অবকাঠামো ছিল এ হামলার অত্যন্ত নির্ভুল ও সরাসরি লক্ষ্যবস্তু।”

  • সর্বশেষ - আন্তর্জাতিক