9 July 2025, 06:15:47 PM, অনলাইন সংস্করণ

সব বিমানবন্দরের ফ্লাইট স্থগিত করল ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৬:২২ অপরাহ্ণ

সব বিমানবন্দরের ফ্লাইট স্থগিত করল ইরান
16px

জাতীয়ভাবে সব বিমানবন্দরের ফ্লাইট স্থগিত করেছে ইরান। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। ইরানের বিমানবন্দর এবং এয়ার নেভিগেশন কোম্পানি এ ঘোষণা দিয়েছে। ইরনা নিউজ সংস্থা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

এক বিবৃতিতে বলা হয়েছে, কোম্পানির পক্ষ থেকে সকল যাত্রী এবং নাগরকিদের বিমানবন্দর থেকে ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। পরবর্তী তথ্যের জন্য অফিসের মিডিয়া চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, ইরাক তার আকাশসীমা বন্ধ রাখার সময়সীমা বৃদ্ধি করেছে। দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা পর্যন্ত আকাশসীমা এবং সব ফ্লাইট বন্ধ থাকবে।

এভিয়েশন কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনার ফলে নিরাপত্তা ও সুরক্ষার জন্য এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে জর্ডান তাদের আকাশসীমা পুনরায় চালু করেছে। একদিন বন্ধ রাখার পর দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আকাশসামী উন্মুক্ত করার ঘোষণা দেয়।

  • সর্বশেষ - আন্তর্জাতিক