, ১৪ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

লালমনিরহাটেরর আদিতমারী উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (৯ নভেম্বর) ভোরে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামের সাদেক আলীর ছেলে আয়নাল হক (২৮) ও একই গ্রামের সনোয়ার মিয়ার ছেলে ওয়াচকুরুনী (৩০)।

আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে মহিষতুলি সীমান্ত দিয়ে কয়েকজন যুবক ভারত থেকে গরু নিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে আসছিলেন। সীমান্তের ৯২১ মেইন পিলারের অধীন ৬নং নম্বর সাব–পিলার এলাকায় পৌঁছালে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সিতাই থানার কৈমারি বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের দিকে গুলি ছোড়ে।

এ সময় ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে মারা যান আয়নাল হক ও ওয়াচকুরুনী। সঙ্গে থাকা কয়েকজন দুজনের মরদেহ বাংলাদেশে নিয়ে আসেন।

লালমনিরহাট ১৫-বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, সীমান্ত দিয়ে গরু পারাপারের চেষ্টাকালে বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশি আহত হন। সঙ্গে থাকা অন্যরা দুজনকে বাড়িতে নিয়ে গেলে সেখানেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিবাদলিপি পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ - সারাদেশ