23 January 2025, 07:39:04 PM, অনলাইন সংস্করণ

আগামী বছরে সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

আগামী বছরে সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা
16px

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক চিঠিতে এইচএসসি পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান অধ্যক্ষদের এই নির্দেশনা দেওয়ার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুষ্ঠিত সভায় ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস বিষয়ক সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস ২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ - শিক্ষাঙ্গন