, ১৪ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

শিক্ষায় প্রযুক্তি ও স্মার্ট বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

শিক্ষায় প্রযুক্তি ও স্মার্ট বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর এডুকেশনাল টেকনোলজি বিভাগের দশ জন শিক্ষার্থী এবং বিভাগের চেয়ারম্যান মোঃ আশরাফুজ্জামানের "শিক্ষায় প্রযুক্তি ও স্মার্ট বাংলাদেশ" বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গনে আয়োজিত অমর একুশে বইমেলায় বইটির মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. ছানাউল্লাহ, কসমো স্কুল এর প্রিন্সিপাল মাহবুব উল আলম, লেখকবৃন্দ ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

বইটি মূলত শিক্ষাক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি এবং স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার ভূমিকা ও কারিকুলাম নিয়ে লেখা হয়েছে।

  • সর্বশেষ - শিক্ষাঙ্গন