, ১৪ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

বৃষ্টির কারণে জলাবদ্ধতায় নাকাল জনজীবন

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

বৃষ্টির কারণে জলাবদ্ধতায় নাকাল জনজীবন
বৃষ্টির কারণে জলাবদ্ধতায় নাকাল জনজীবন। টিকাটুলি এলাকা, ঢাকা, ২১ জুলাই। 
সড়ক যেন নদী, মোটরসাইকেল যেন স্পিডবোট। টানা বৃষ্টিতে এই হাল।টিকাটুলি এলাকা, ঢাকা, ২১ জুলাই। 
ভরা বর্ষায় সতেজ প্রকৃতি। ফুটেছে লজ্জাবতী ফুল। বানরগাতি এলাকা, খুলনা, ২১ জুলাই। 
তুমুল বৃষ্টির মধ্যে রিকশায় বসে আছেন চালক। সদর রোড, বরিশাল নগর, ২০ জুলাই। 
লকডাউন চলছে। গ্যারেজ থেকে বের হচ্ছে না ব্যক্তিগত গাড়ি। খোলা প্রাঙ্গণে পোষা কুকুর ও ছানারা কেয়ারটেকারের সঙ্গে খেলায় মেতেছে। গতকাল দুপুরে রাজধানীর ওয়ারী এলাকার ওয়্যার স্ট্রিটে। 
চট্টগ্রাম বন্দর জেটিতে নোঙর করেছে ভারতের পণ্যবাহী জাহাজ। চট্টগ্রাম, ২১ জুলাই। 
টানা বৃষ্টিতে রাজধানীর বেশির ভাগ সড়কে আজও জলাবদ্ধতা সৃষ্টি হয়। দয়াগঞ্জ নতুন রাস্তা, ঢাকা, ২১ জুলাই। 
বৃষ্টিতে রাজধানীর কোনো কোনো সড়কে হাঁটু থেকে কোমরসমান জলাবদ্ধতা সৃষ্টি হয়। দয়াগঞ্জ, ঢাকা, ২১ জুলাই। 
জলাবদ্ধতার মধ্যে সড়কে থাকা গর্তে পড়ে গেছে রিকশার চাকা। দয়াগঞ্জ, ঢাকা, ২১ জুলাই। 
বৃষ্টিতে সড়কে পানি জমে গেছে। সেই পানিতে দুরন্তপনায় মেতেছে এক কিশোর। দয়াগঞ্জ, ঢাকা, ২১ জুলাই। 
বৃষ্টিস্নাত হাসনাহেনা ফুল। উপশহর, বগুড়া, ২১ জুলাই। 
সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতাও দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। এমন দুর্যোগপূর্ণ দিনে হুট করেই ফুটপাত লাগোয়া গাছটি উপড়ে পড়ে রাস্তায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ছবিটি বিকেল সাড়ে ৪টায় তোলা। খিলগাঁও তালতলা, ঢাকা, ২১ জুলাই। 
  • সর্বশেষ - গ্যালারি