28 March 2025, 04:54:50 AM, অনলাইন সংস্করণ

বৃষ্টি কামনায় বায়তুল মোকাররমে ইসতিসকার নামাজ আদায়

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

বৃষ্টি কামনায় বায়তুল মোকাররমে ইসতিসকার নামাজ আদায়
16px

তীব্র দাবদাহ থেকে বাঁচতে বৃষ্টি কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে মুসল্লিরা এ নামাজে অংশ নেন। নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান।

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এজন্য বৃষ্টির জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইসতিসকার নামাজ আদায় করছেন মুসল্লিরা। এদিকে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে আজ ফের নতুন করে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। এ সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমে অস্বস্তি আরও বাড়তে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ - মহানগর