উত্তরায় পুলিশ ও র্যাবের সঙ্গে সংঘর্ষে নিহত বেড়ে ৪
প্রকাশ :
রাজধানীর উত্তরা-আজমপুর এলাকায় পুলিশ ও র্যাবের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪ জন দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ সংঘর্ষে আহত হয়েছেন আরও কয়েকশ আন্দোলনকারী শিক্ষার্থী। তারা কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সংঘর্ষে নিহতের সংখ্যা নিশ্চিত করেন কুয়েত মৈত্রী হাসপাতালের সুপারিন্টেনডেন্ট মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন,‘ আহত হয়ে প্রায় অর্ধশত মানুষ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এরমধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন।’
এর আগে, উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাব্বির আহমেদ গণমাধ্যমকে বলেন, সংঘর্ষে নিহত এক শিক্ষার্থীকে সোয়া ১২টার দিকে আমাদের হাসপাতালে আনা হয়। সে কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী তা বলতে পারব না। এছাড়া শতাধিক ছাত্র আহত অবস্থায় হাসপাতালে আসেন। তাদের অনেককেই চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।