, ২০ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

হলে ঢোকার সময় খাবারের প্যাকেটও পাবেন জাবি শিক্ষার্থীরা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

হলে ঢোকার সময় খাবারের প্যাকেটও পাবেন জাবি শিক্ষার্থীরা

করোনাভাইরাসের কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধের পর সোমবার (১১ অক্টোবর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল খুলে দেওয়া হবে। সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের সবকটি হল খুলে দেওয়া হবে।

হল প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের টিকা অন্তত একটি ডোজ নিয়েছেন এমন শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবেন। তাদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ফুল ও খাবার দিয়ে বরণ করে নেওয়া হবে।

হলের প্রাধ্যক্ষরা বলছেন, সোমবার থেকেই হলের ডাইনিং এবং ক্যান্টিন চালু হবে। ডাইনিং ও ক্যান্টিনে শিক্ষার্থীদের জন্য তিনবেলা খাবারের সুবিধা রাখা হবে।

বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সোহেল আহমেদ বলেন, হল খুলে দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল থেকেই শিক্ষার্থীরা নিজ নিজ হলে প্রবেশ করতে পারবেন।

  • সর্বশেষ - শিক্ষাঙ্গন