, ২৩ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

সাত কলেজে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

সাত কলেজে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষ ২০২১-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে৷

সোমবার (১১ সেপ্টেম্বর) থেকে আবেদনকারীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন৷ গত ৮ সেপ্টেম্বর থেকে ডাউনলোড শুরু হওয়ার কথা থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রবেশপত্র না দেওয়ার শিক্ষার্থীরা এতদিন তা ডাউনলোড করতে পারেননি।

শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট collegeadmission.eis.du.ac.bd/ থেকে নিজ নিজ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

আগামী ৫ নভেম্বর বাণিজ্য অনুষদের পরীক্ষা দিয়ে শুরু হবে সাত কলেজের ভর্তি পরীক্ষা। এরপর ৬ নভেম্বর বিজ্ঞান অনুষদের এবং ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিটি অনুষদে এবার পরীক্ষার মান ১২০। সেখানে মূল পরীক্ষায় (বহুনির্বাচনী) ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকবে।

  • সর্বশেষ - শিক্ষাঙ্গন