, ২০ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

‘দেশে নারী অধিকার প্রতিষ্ঠায় সামনের সারিতে খালেদা জিয়া’

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

‘দেশে নারী অধিকার প্রতিষ্ঠায় সামনের সারিতে খালেদা জিয়া’

দেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিবিদ হিসেবে খালেদা জিয়া সামনের সারিতে রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২২ মে) দুপুরে এক বিক্ষোভ মিছিল শুরুর আগে এ মন্তব্য করেন তিনি। ঢাকা মেডিকেল কলেজের নতুন ভবনের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি চানখাঁরপুলে যায়।

খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের পরিপ্রেক্ষিতে রিজভী বলেন, খালেদা জিয়াকে দেশের জনগণ একাধিকবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তার সময়ই মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা চালু হয়। এছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি আপোষহীন।

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়ার কথায় বিস্মিত দেশবাসী।

‘দেশে নারী অধিকার প্রতিষ্ঠায় সামনের সারিতে খালেদা জিয়া’

মিছিলে বিএনপি নেতা আরিফুর রহমান নাদিম ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জাহেদুল কবির জাহিদসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় তারা ‘খালেদা জিয়ার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি চাই’ ইত্যাদি স্লোগান দেন।

  • সর্বশেষ - রাজনীতি